Best Java Mobile Earning Tools Site

Tap Question শুরু থেকে সম্পূণ টিউটোরিয়াল


আস্সালামুআলাইকুম
নবম দশম বা এসএসি পরীক্ষাথীদের ইংরেজি তে সম্পূণ মাক পাওয়ার একটি মুল টপিক হচ্ছে Tag Question । এই টপিক এ বাম্পার মাক পাওয়া কোনো ব্যপারই না যদি এর কিছু ব্যতিক্রম নিয়ম মনে রাখতে পারেন । এই টপিক এ শিক্ষকরা মাক কাটার কোনো সুযোগই পান না যদি না আপনি কোনো ভুল করে থাকেন । এটা অনেক গুরুত্বপূণ টপিক । বেশি কথা না বলে শুরু করা যাক ।



CONCEPTION OF TAG QUESTION

* Grammer বা ব্যকরণের ভাষায় tag শব্দের অথ সংক্ষিপ্তকরণ(CONTRACTION) । কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এর ক্ষেত্রে (SOCIAL NETWORKING SERVICE ) Tag শব্দের অথ হচ্ছে জুড়ে দেয়া বা আটকে দেয়া ।

কিন্তু পারিভাষিক অথে tag question বলা হয় কোনো বাক্যের শেষে প্রশ্নবোধগ কিছু অংশ জুড়ে দেওয়া ।



Classification Of Tag Question



* Tag Question কে দুই ভাগে ভাগ করা যায়ঃ
১. Affermative ( হ্যাঁ বোধক )
২. Negative ( না বোধক )





Objectives Of Tag Question



১. Statement বা বিবৃতি থেকে উত্তরকে আলাদা করা ।
২. সময় সংকীণতার কারণে দ্রুত উত্তরকে আলাদাকরণ ।
৩. বক্তা থেকে শ্রতার উত্তরটি ভিন্নকরণের জন্য ।



How To Do Tag Question



* Tag Question করতে হলে প্রথমে operator খুঁজতে হয় । এই operator মোট ২৪ টি । আর এই ২৪ টি operator কে মোট চার ভাগে ভাগ করা হয়ছে । যথাঃ-

(i) Auxilary Verb (5) : am , is , are , war , were
(ii) Have verb (3) : have , has , had
(iii) Do Verb (3) : do , does , did
(iv) Modal verb (13) : can , could , shall , should , may , might , will , would , must , dare , need , ought to , use to



» তবে statement এ যদি operator অনুপস্থিত থাকে তাহলে verb কে পযবেক্ষণ করতে হয় । verb-টির সাথে s/es যদি থাকে তাহলে operator হিসেবে does নিতে হবে । আর s/es না থাকলে operator হিসেবে do নিতে হবে । verb-টি past form (অতীত) এ থাকলে operator হিসেবে did নিতে হবে ।


Style




* একটি Tag Question দুটি উপায়ে করা যায় । যথাঃ
(i) American Style
(ii) British Style

Example:-
a. I have a new pen , haven't I ? ( British )
or ,
b. I have a new pen , don't I ? ( American )

Negative ( not ) থাকলেঃ-
a. He had a mobile , had he ? ( British )
b. He had a mobile , did he ? ( American )


Note » American Syle শুধুমাত্র have(do) / has(does) / had(did) থেকে অথাৎ Imperative Tense থেকেই বের করা যায় । অন্যান্য Tense থেকে করলে সেটি ভুল হবে ।



আজ এখান পযন্তই । পরবতী পোষ্ট আরও থাকবে । ধন্যবাদ সকলকে ।
04-05-23 (07:54)
:: সাইট এর কোনো কিছু না বুঝলে অভিযোগ/মতামত থাকলে এখান থেকে এডমিনকে জানিয়ে দিন ::

:: আপনার অভিযোগ/মতামত এর উত্তর ::




Copyright 2o2o U-ON